ফরএভার ক্যালসিয়াম-(FOREVER CALCIUM)
ক্যালসিয়াম হচ্ছে আমাদের শরীরে সর্বাধিক ব্যবহৃত মিনারেল,ব্যাখ্যাসরূপ বলা
যেতে পারে মানব দেহের মোট ওজনের ২ শতাংশই ক্যালসিয়াম।শরীরে বিদ্যমান ক্যালসিয়ামের
৯৯% আছে হাঁড় ও দাঁতে,অন্যদিকে অবশিষ্ট আছে nerve cells,রক্ত,দৈহিক কোষ এবং শরীরের
লালার মধ্যে।ক্যালসিয়াম দাঁত ও হাঁড়ের গঠন ,বৃদ্ধি এবং রক্ষনাবেক্ষন এর সাথে গভীর
ভাবে সংশ্লিষ্ট।এছাড়াও রক্ত জমাট বাধতে বা ঘণীভূত করার মাধ্যমে স্নায়ৃ কোষে (nerve impulse) প্রেরণ করতে ক্যালসিয়াম
প্রয়োজন হয়।মাংস পেশীকে কার্যকরী ও হরমোন নি:সরন বিশেষ করে ইনসুলিন তৈরীতে
ক্যালসিয়াম প্রয়োজন।ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ন মিনারেল যা হাঁড়কে শক্তিশালী করতে সাহায্য করে।শিশু-কিশোরদের খাদ্য সামগ্রীতে পর্যাপ্ত পরিমানে ক্যালসিয়াম থাকা বিশেষভাবে প্রয়োজন।শৈশব এবং কৈশর বয়সে মানব দেহ সর্বোচ্চ পরিমান ক্যালসিয়াম শোষন করে তাদের শরীরের হাঁড়ের মধ্যে সঞ্চয় করে পূর্ণবয়সের জন্য Bone Mass কে গঠন ও সংরক্ষণ করে হাঁড়ের সঠিক অবস্থা বজায় রাখে।এটাই যথার্থ সত্য যে শৈশবকালে peak bone mass(bone tissue) ও ক্যালসিয়াম শরীরের কাঠামোতে সবচেয়ে বেশী ধারন করতে পারে।
পূর্ণ বয়সের পর হাঁড় থেকে ক্যালসিয়াম কমতে থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে নিয়ম
ক্রমানুসারে হাঁড়ে ক্যালসিয়ামের পরিমান কমতে থাকে,বিশেষকরে মহিলাদের।পর্যাপ্ত
ক্যালসিয়াম সেবন এই ঘাটতি পুরন করতে পারে।পর্যাপ্ত ক্যালসিয়াম সেবন শরীর থেকে
প্রয়োজনের অতিরিক্ত ফ্যাট কমানোর সহায়ক হিসাবে কাজ করে এবং শরীরের নিয়ামনুসারে
নতুন ফ্যাট জমাকে প্রতিহত করে।।তবে উক্ত ক্যালসিয়াম হতে হবে অবশ্যই প্রাকৃতিক ও অর্গানিক
খাদ্য হতে আহরিত।
সমীক্ষায় দেখা গেছে,Lactose(Natural sugar found in milk & dairy products)
intolerant সমস্যায় জর্জরিত লোকেরা Lactose হজম করেত পারেনা।এই বিশেষ শ্রেণী যারা Lactose ও দুগ্ধজাত দ্রব্য গ্রহনে
অনীহা তাদের জন্য সুখবর হচ্ছে বিশ্ব বিখ্যাত ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট
প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফরএভার লিভিং প্রোডাক্টস বাজারে নিয়ে এসেছে –ফরএভার
ক্যালসিয়াম(New & Improved formula) ।যা কিনা সকলের ক্যালসিয়াম এর ঘাটতি পুরনে চমৎকার বিকল্প
হিসাবে অনবদ্য ভূমিকা পালন করবে।
ফরএভার ক্যালসিয়াম ultras-dense Calcium citrate ফর্মুলায় তৈরী হওয়াতে
সবচেয়ে কার্যকরী কারন Calcium citrate পাকস্থলীতে সহজে দ্রবীভূত হয় এবং শরীর
চমৎকারভাবে শোষন করতে পারে।তাই ফরএভার ক্যালসিয়াম –আপনার প্রতিদিনের প্রয়োজনীয়
ক্যালসিয়ামের শতভাগ পুরন করবে এবং ভিটামিন ডি ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ হওয়ায় শরীর
সর্বোচ্চ ক্যালসিয়াম শোষন করতে পারে।
পরিমান : প্রতি বোতলে ৯০ টি ট্যাবলেট
সেবন বিধিঃ ১টি করে ট্যাবলেট দিনে ৩-৪ বার পানি দিয়ে সেব্য।
সর্বোচ্চ খুচরা মুল্যঃ ১৫৮৭ ৳
বিশেষজ্ঞ চিকিৎসকগণ ও
পুষ্টিবিদেরা ইহার সাপ্লিমেন্ট ফ্যাক্টস্ দেখে অবশ্যই বুঝতে পারবেন ইহা মানুষের
জন্য কতটুকু গুরুত্বপূর্ন।More info click pdf file to download
No comments:
Post a Comment